কবিতা
- eikatanem
- Feb 11, 2018
- 1 min read
বসন্তের যৌবন উদ্দাম - পারমিতা ঘোষ
কৈশোর কাটিয়ে আমি যৌবনের যুবতী হয়েছি আমি আমার আমিকে চিনতে শিখেছি, দেখতে পেয়েছি আমার যৌবন রূপ, আমার মন দর্পনে । আমার ভাবনার চাবিকাঠিটি খুঁজে পেয়েছি, সন্ধান পেয়েছি স্বপ্নলোকের রঙিন আলোর উৎস । এযুগের বাসন্তীকা আমি বসন্তের বসন চাপিয়েছি প্রকৃতির বুকে। ভীরুতার ছায়া ছিন্ন করে উষ্ণ রক্তকে জয়ের নিশান করেছি। রক্ত রঙে রাঙিয়ে - আমার বসন্তের ডালি পূর্ণ করেছি, আজ আমি হয়েছি জয়ী।