কাবিতা
- eikatanem
- Feb 11, 2018
- 1 min read
নারী আমার শরীর দিয়েছিল পৃথিবীর প্রথম মানবী ইভ,আমি তার মতো পেয়েছি নারীর প্রাণ বৃষ্টিভেজা আকাশের মতো যে সুন্দর নারী সীতা,রাজরানী হয়েও পাননি সন্মান, জীবনের চলার পথে দুঃখের কাঁটা আমি তারই অংশ এ যুগের রমনী এখনও ধর্ষিতা,লাঞ্চিতা,অবদমিতা, তবুও হতে হয় ভগিনী, জায়া,জননী। রন্ধন পটিয়সী দ্রৌপদী,আমিতো তাঁরই ছায়া পরিবারের সুখ,হাসিমুখের জন্য আমার বন্ধ শ্বাস হাজার হাজার বছর কেটে গেছে বেড়েছে পৃথিবীর বয়স
তবু নারীতো একই আছে পিতা স্বামী পুত্রের দাস। পুতিগন্ধমাখা পরিত্যক্তা কন্যা সন্তান তার কি দোষ কি তার অপরাধ পৃথিবীর বাতাস,পানীয় জল, আলো তাতেও কি নারীর কি নেই কোন অধিকার? সাবিত্রী,বেহুলারা চেয়ে গেছে স্বামীর ভালো আমি আধুনিক নারী ইস্কুল কলেজ অফিস যাই প্রেম,প্রীতি দিয়ে ছোটো এক সংসার গড়ি কাঁটাতারের বেড়া ডিঙোই,আছাড় খাই মিছিলে পা বাড়াই,রাজনীতি করি ক্ষোভ,বিদ্রোহের হয়না বিস্ফোরণ সেই এক নদী বয়ে যায় শরীরে। হাসি, খেলি, উচ্ছ্বসিত যৌবনা মন তবুও ক্ষত থেকে যায় দেহের গভীরে।