কাবিতা
- eikatanem
- Feb 11, 2018
- 1 min read
হারিয়েছে মহীনের ঘোড়া - পার্থ সারথি মিত্র পরিযায়ীরা গেছে উড়ে, কাকেরা উচ্ছিষ্ট খায় স্বপ্নের মাঠে - মহীনের ঘোড়ারা আজো দৌড়ায়, কাক জ্যোৎস্না রাতে, গড়ের মাঠে, কচি ঘাসের খোঁজে। সহিস বাবর আলি, নিজেরই জোটেনা আহার, বড় পরিবার , আর আছে পড়ন্ত যৌবন শাহাজাদা মহীনের ঘোড়া, হাড় জিরজিরে শরীর। কৈশোর সপ্ন ধূসর, বাস্তবের রুক্ষ জমি - আরবী ঘোড়ার সওয়ার হয়ে পথে প্রান্তরে, বাবর - ভারতের প্রথম মুঘল। কর্পোরেশনের প্রাথমিক নেওয়া ইতিহাসে পাঠ। জলাঞ্জলি শিক্ষা, সাকিম খিদিরপুর, আট ফুট বাই আট ফুট ঘর। হারিয়েছে যৌবনের উদ্দাম স্রোত ভিক্টোরিয়ার পথে - মহীনের ঘোড়া, আজো নেশা ধরায় যুব-যুবা প্রেমিক প্রেমিকার মনে স্বপ্নের মাঠে। কংক্রিটের জঙ্গলে হারিয়েছে বাবর, হারিয়েছে মহীনের ঘোড়া। সুরাসুরের দন্ধে - কাকেরা উচ্ছিষ্ট খায় স্বপ্নের মাঠে।